Saturday, August 16, 2008

অজানা পাখি

আমি এক অজানা পাখি
আমার নাই কোন সাথি
আমার অনেক দুঃখ
আর তা হল অফুরন্ত
ছোট বেলায় অনেক হেসেছি
তাই আমি এখন শুধু কাদঁছি
আমি এখন একা
আমার ঘটা একদম ফাঁকা
আমার জীবন অন্ধকারে ঢাকা
আলো ঢুকবার নেই একটুকো ফাঁকা
পৃথিবী অনেক রং দিয়ে জরানো
আমার জীবনটা শুধু কালো রঙ দিয়ে সাজানো
তবুও আমি হাসতে চাই
বাঁ
চার মত বাঁচতে চাই

1 comment:

poroshi said...

nice poem i like it.