আমি এক অজানা পাখি
আমার নাই কোন সাথি।
আমার অনেক দুঃখ
আর তা হল অফুরন্ত।
ছোট বেলায় অনেক হেসেছি
তাই আমি এখন শুধু কাদঁছি।
আমি এখন একা
আমার ঘরটা একদম ফাঁকা।
আমার জীবন অন্ধকারে ঢাকা
আলো ঢুকবার নেই একটুকো ফাঁকা।
পৃথিবী অনেক রং দিয়ে জরানো
আমার জীবনটা শুধু কালো রঙ দিয়ে সাজানো।
তবুও আমি হাসতে চাই
বাঁচার মত বাঁচতে চাই।
Saturday, August 16, 2008
অজানা পাখি
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nice poem i like it.
Post a Comment