Saturday, August 16, 2008

আমাদের নারী জীবন

আমাদের নারী জীবনটা
মালিবাগ চৌধুরীপাড়ায় ভাই
শিক্ষা দেওয়া ছাড়া এখানে
কোন কথা নাই
আমাদের শিক্ষকেরা সবাই ভাই ভালো
কেক জন একেকটি বিষয়ে
জালান জ্ঞানের আলো
আমাদের নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
উনার কাছে আমরা সবাই
কৃতজ্ঞতা জানাই
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো যিনি
শিক্ষায় মোদের কাছে
জ্ঞানের সাগর তিনি
কম্পিউটার ক্লাসটা হয় তাসলিমা ম্যাডাম এর সাথে
মোদের সবই বুঝিয়ে দেন
সুন্দর সহজ ভাবে
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো তিনি
লেখাপড়া করলে ভালো আদর করেন তিনি
তবে আমরা দেই না কোন শিক্ষকের ক্লাস ফাঁকি
মোদের কাছে তাদের মনটা ১০০% খাঁটি
তাসলিমা ম্যাডামের ক্লাসটা ভাই আমরা ভালোবাসি
তাইকোন সমস্যা হলেই
তাসলিমা ম্যাডাম এর কাছে আসি

2 comments:

Shohag said...

nice poem
will be more.
keep your poem writing
may u be a great writer
may ALLAH bless you.

kajol said...

Thank you so much for your nice comments & I will try more writing thank you again .pray for me.

Afroza Akter KAjol