আমাদের নারী জীবনটা
মালিবাগ চৌধুরীপাড়ায় ভাই
শিক্ষা দেওয়া ছাড়া এখানে
কোন কথা নাই।
আমাদের শিক্ষকেরা সবাই ভাই ভালো
একেক জন একেকটি বিষয়ে
জালান জ্ঞানের আলো।
আমাদের – নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
উনার কাছে আমরা সবাই
কৃতজ্ঞতা জানাই।
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো যিনি
শিক্ষায় মোদের কাছে
জ্ঞানের সাগর তিনি।
কম্পিউটার ক্লাসটা হয় তাসলিমা ম্যাডাম এর সাথে
মোদের সবই বুঝিয়ে দেন
সুন্দর সহজ ভাবে।
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো তিনি
লেখাপড়া করলে ভালো আদর করেন তিনি।
তবে আমরা দেই না কোন শিক্ষকের ক্লাস ফাঁকি
মোদের কাছে তাদের মনটা ১০০% খাঁটি।
তাসলিমা ম্যাডামের ক্লাসটা ভাই আমরা ভালোবাসি
তাইকোন সমস্যা হলেই
তাসলিমা ম্যাডাম এর কাছে আসি।
Saturday, August 16, 2008
আমাদের নারী জীবন
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nice poem
will be more.
keep your poem writing
may u be a great writer
may ALLAH bless you.
Thank you so much for your nice comments & I will try more writing thank you again .pray for me.
Afroza Akter KAjol
Post a Comment