Friday, September 14, 2012

HELLO!!!

                     MY DEAR FRIENDS

Friday, January 30, 2009

নারীর অধীকার

আমরা নারী আমরাও পারি

করতে সব কিছু

নারীরা আর থাকবেনা বসে

অসহায় আর নিপীরনের বেসে।

 

নারী কেন থাকবে শিক্ষা বঞ্চিত

নারী ও পুরুষের জন্য শিক্ষা অন্তরহীত

নারী সমাজের অর্ধ অঙ্গ

ওরা না থাকলে সমাজ পঙ্গু।

 

নারীর জাগরনে জাগতে হবে

নিজেদের স্বাধীন ভাবতে হবে

ওরা চায়না আর অবহেলা

চায় শুধু একটু মর্যাদা।

 

পুরুষ ও নারী উভয় মানুষ

বুঝেনা কেন সমাজের পুরুষ

আজকের এ সমাজ সংসারে

দাশী হয়ে আছে কেন নারীরা।

 

নারীরাও পারে ধরতে হাল পুরুষের সমপায়

নারী যদি থাকে বসে ঘরে চলবেনা এ সমাজ

তাই নারীদের কেও দিতে হবে

পুরুষের মত সম অধীকার।

 

নারীরাই পারে গরতে, বিশ্ব জয় করতে

নারীদের এই মত নারী রাই হল সব।

মায়ের আদর

মানুষ আমায় ভালোবাসে, আমি বাসি কাকে?

ভালোবাসি সবচেয়ে আমি আমার স্নেহময়ী মাকে,

মাও আমায় ভালোবাসে আবার দুষ্টমিতেও বকে

তবুও আমি ভালোবাসি আমার প্রানপ্রিও মাকে।

 

মাযে আমার চোখের মনি মাযে কাজল রেখা

মাযে আমার চাদের আলোর সবটুকু ভালোবাসা,

পৃথিবীতে সবাই বেসি ভালোবাসে যাকে

সে হল তাদের নিজ নিজ মাকে

আমিও তেমনি ভালোবাসি আমার দরদিনী মাকে।

 

আমার বুকের মধ্যখানে মায়ের ছবি আকাঁ

থাকবে চিরকাল শুধুই তা আকাঁ,

মায়ের পরষ টুকুপেলে ছারতে পারি আমি সবি

আমার মায়ের সপ্ন হল আমি হব একদিন বড় একজন কবি।

 

মাগো তুমি অনেক দামি নীল আকাশের চাদঁ

তোমায় দেখলে মেটে আমার আকুল প্রানের সাধ,

মাগো তোমায় যত দেখি ততই মধুর লাগে

তোমায় দেখলে মনটা আমার সুখি হয়ে জাগে।

 

তোমার মত এত আদর কোথায় বল পাই

তাইতো আমি সারাজীবন তোমার আদর চাই,

মাগো তুমি সবার সেরা তুলনা তোমার নাই

তোমার মত এমন মা কোথায় বল পাই।

 

নামাজ

নামাজ পর নামাজ পর

তোমরা সবাই নামাজ পর

নামাজ পর পাঁচ ওয়াক্ত

খোদার পথের হও তোমরা ভক্ত

 

খোদার পথের জিহাদ কর

তোমরা সবাই নামাজ পর

নামাজই হবে বেহেস্তে যাবার চাবি

জান্নাতে যাওয়ার পথ দিশারি

 

নামাজেই পুলিসরাত পার হবি

নামাজেই পাবি খোদার পথ

সবাই মিলে নামাজ পর।

 

Tuesday, January 27, 2009

First time I went to a Far Place & Enjoyed Freely

Some days ago we went to Rarikhal at Bikrompur. There are Jogodish Chondro Basu’s home, school & college. There we went total nine people. First time I went to any far place without my mother. So I really enjoyed that situation. At first every person came to our office (Nari Jibon). We went there by bus. We reached at Bikrampur within two hours. The place was very beautiful. So we took some beautiful scenery’s pictures. There we had more fun. First time I enjoyed freely. We took a Nari Jibon’s student’s mother as our guardian. Her home district is Bikrampur. We took her with us because she knows the place very well. After taking some pictures we went to Srinogor and visit the river of Padma. There we also made Fun. After that we started our journey for Dhaka. We had a great fun there. That’s why we will again make a plan to go there. I wish we will go there soon.













Picture by Rahima Akter Hira
picture by Taslima Toma(Computer teacher)
Picture by Choiti


Monday, January 26, 2009

আমার ইচ্ছা

 

আমার যেতে ইচ্ছা করে নদীটির  ওই পারে

মাটির ঘরে সেথায় থাকে ছোট্র রাখাল ছেলে

তার একটি গাভী আছে রং টি হল লাল

গাভীটি যে শুধু খায় কাচাঁ মরিচেঁর ঝাল।

 

আমার যেতে ইচ্ছা করে চাদেঁর দেশের চরে

সেথায় থাকে একটি বুড়ি সাদা শাড়ি পরে।

 

 আমার যেতে ইচ্ছা করে নীল সাগরের তীরে

সেথায় নাকি বসত করে মত্স রাজার মেয়ে।

 

আমার যেতে ইচ্ছা করে আকাশটির ওই পারে

পাখির সাথেই পাখি হয়ে উড়রো নীলান্তরে

সেইখানেই বাধতাম বাসা বাবুই পাখির মত

বাবুই হয়েই গাইতাম গান ময়না পাখির মত।

 

 

Tuesday, January 6, 2009