Friday, January 30, 2009

নারীর অধীকার

আমরা নারী আমরাও পারি

করতে সব কিছু

নারীরা আর থাকবেনা বসে

অসহায় আর নিপীরনের বেসে।

 

নারী কেন থাকবে শিক্ষা বঞ্চিত

নারী ও পুরুষের জন্য শিক্ষা অন্তরহীত

নারী সমাজের অর্ধ অঙ্গ

ওরা না থাকলে সমাজ পঙ্গু।

 

নারীর জাগরনে জাগতে হবে

নিজেদের স্বাধীন ভাবতে হবে

ওরা চায়না আর অবহেলা

চায় শুধু একটু মর্যাদা।

 

পুরুষ ও নারী উভয় মানুষ

বুঝেনা কেন সমাজের পুরুষ

আজকের এ সমাজ সংসারে

দাশী হয়ে আছে কেন নারীরা।

 

নারীরাও পারে ধরতে হাল পুরুষের সমপায়

নারী যদি থাকে বসে ঘরে চলবেনা এ সমাজ

তাই নারীদের কেও দিতে হবে

পুরুষের মত সম অধীকার।

 

নারীরাই পারে গরতে, বিশ্ব জয় করতে

নারীদের এই মত নারী রাই হল সব।

No comments: