আমি এক অজানা পাখি
আমার নাই কোন সাথি।
আমার অনেক দুঃখ
আর তা হল অফুরন্ত।
ছোট বেলায় অনেক হেসেছি
তাই আমি এখন শুধু কাদঁছি।
আমি এখন একা
আমার ঘরটা একদম ফাঁকা।
আমার জীবন অন্ধকারে ঢাকা
আলো ঢুকবার নেই একটুকো ফাঁকা।
পৃথিবী অনেক রং দিয়ে জরানো
আমার জীবনটা শুধু কালো রঙ দিয়ে সাজানো।
তবুও আমি হাসতে চাই
বাঁচার মত বাঁচতে চাই।
Saturday, August 16, 2008
অজানা পাখি
আমাদের নারী জীবন
আমাদের নারী জীবনটা
মালিবাগ চৌধুরীপাড়ায় ভাই
শিক্ষা দেওয়া ছাড়া এখানে
কোন কথা নাই।
আমাদের শিক্ষকেরা সবাই ভাই ভালো
একেক জন একেকটি বিষয়ে
জালান জ্ঞানের আলো।
আমাদের – নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
উনার কাছে আমরা সবাই
কৃতজ্ঞতা জানাই।
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো যিনি
শিক্ষায় মোদের কাছে
জ্ঞানের সাগর তিনি।
কম্পিউটার ক্লাসটা হয় তাসলিমা ম্যাডাম এর সাথে
মোদের সবই বুঝিয়ে দেন
সুন্দর সহজ ভাবে।
আমাদের - নির্বাহী পরিচালক ক্যাথরিন বি. ওয়ার্ড
খুবই ভালো তিনি
লেখাপড়া করলে ভালো আদর করেন তিনি।
তবে আমরা দেই না কোন শিক্ষকের ক্লাস ফাঁকি
মোদের কাছে তাদের মনটা ১০০% খাঁটি।
তাসলিমা ম্যাডামের ক্লাসটা ভাই আমরা ভালোবাসি
তাইকোন সমস্যা হলেই
তাসলিমা ম্যাডাম এর কাছে আসি।
Wednesday, August 6, 2008
Sayma's marriage day picture

Sayma's Husband gaye holud picture
Marriage day picture
Sayma & Shumon

Sayma with her family members

