Wednesday, July 16, 2008

মা

মা আমায় ভালোবাসে, আমি বাসি কাকে?
ভালোবাসি সবচেয়ে আমি, আমার স্নেহময়ী মাকে
মাও আমায় ভালোবাসে, আবার দুষ্টমিতেও বকে
তবুও আমি ভালোবাসি আমার প্রাণ প্রিয় মাকে
মা-যে আমার চোখের মনি মা যে কালরেখা
মা যে আমার চাঁদের আলোর সবটুকো ভালোবাসা
পৃথিবীতে সবাই বেশি ভালোবাসে যাকে
সে হল তাদের নিজ নিজ মাকে
আমিও তেমনি ভালোবাসি আমার দরদিনী মাকে
আমার বুকের মধ্যখানে মায়ের ছবি আকাঁ
থাকবে চিরকাল শুধুই তা আকাঁ
মায়ের পরশ টুকো পেলে ছাতে পারি আমি সবই,
আমার মায়ের সপ্ন হলো আমি হব একদিন বড় একজন কবি


No comments: