Monday, January 26, 2009

আমার ইচ্ছা

 

আমার যেতে ইচ্ছা করে নদীটির  ওই পারে

মাটির ঘরে সেথায় থাকে ছোট্র রাখাল ছেলে

তার একটি গাভী আছে রং টি হল লাল

গাভীটি যে শুধু খায় কাচাঁ মরিচেঁর ঝাল।

 

আমার যেতে ইচ্ছা করে চাদেঁর দেশের চরে

সেথায় থাকে একটি বুড়ি সাদা শাড়ি পরে।

 

 আমার যেতে ইচ্ছা করে নীল সাগরের তীরে

সেথায় নাকি বসত করে মত্স রাজার মেয়ে।

 

আমার যেতে ইচ্ছা করে আকাশটির ওই পারে

পাখির সাথেই পাখি হয়ে উড়রো নীলান্তরে

সেইখানেই বাধতাম বাসা বাবুই পাখির মত

বাবুই হয়েই গাইতাম গান ময়না পাখির মত।

 

 

3 comments:

Ayan said...

very good poem. tmi je ato sundor poem likhte paro ta to jantam na.

kajol said...

Hello Ayan,
Thank you for your comments & pray for me. Thank you again.

Joy Babu Jewel said...

নতুন নতুন চটি গল্প পড়তে ভিজিট করুন
www.valobasargolpo2.xyz