Friday, September 14, 2012
Friday, January 30, 2009
নারীর অধীকার
আমরা নারী আমরাও পারি
করতে সব কিছু
নারীরা আর থাকবেনা বসে
অসহায় আর নিপীরনের বেসে।
নারী কেন থাকবে শিক্ষা বঞ্চিত
নারী ও পুরুষের জন্য শিক্ষা অন্তরহীত
নারী সমাজের অর্ধ অঙ্গ
ওরা না থাকলে সমাজ পঙ্গু।
নারীর জাগরনে জাগতে হবে
নিজেদের স্বাধীন ভাবতে হবে
ওরা চায়না আর অবহেলা
চায় শুধু একটু মর্যাদা।
পুরুষ ও নারী উভয় মানুষ
বুঝেনা কেন সমাজের পুরুষ
আজকের এ সমাজ সংসারে
দাশী হয়ে আছে কেন নারীরা।
নারীরাও পারে ধরতে হাল পুরুষের সমপায়
নারী যদি থাকে বসে ঘরে চলবেনা এ সমাজ
তাই নারীদের কেও দিতে হবে
পুরুষের মত সম অধীকার।
নারীরাই পারে গরতে, বিশ্ব জয় করতে
নারীদের এই মত নারী রাই হল সব।
মায়ের আদর
মানুষ আমায় ভালোবাসে, আমি বাসি কাকে?
ভালোবাসি সবচেয়ে আমি আমার স্নেহময়ী মাকে,
মাও আমায় ভালোবাসে আবার দুষ্টমিতেও বকে
তবুও আমি ভালোবাসি আমার প্রানপ্রিও মাকে।
মাযে আমার চোখের মনি মাযে কাজল রেখা
মাযে আমার চাদের আলোর সবটুকু ভালোবাসা,
পৃথিবীতে সবাই বেসি ভালোবাসে যাকে
সে হল তাদের নিজ নিজ মাকে
আমিও তেমনি ভালোবাসি আমার দরদিনী মাকে।
আমার বুকের মধ্যখানে মায়ের ছবি আকাঁ
থাকবে চিরকাল শুধুই তা আকাঁ,
মায়ের পরষ টুকুপেলে ছারতে পারি আমি সবি
আমার মায়ের সপ্ন হল আমি হব একদিন বড় একজন কবি।
মাগো তুমি অনেক দামি নীল আকাশের চাদঁ
তোমায় দেখলে মেটে আমার আকুল প্রানের সাধ,
মাগো তোমায় যত দেখি ততই মধুর লাগে
তোমায় দেখলে মনটা আমার সুখি হয়ে জাগে।
তোমার মত এত আদর কোথায় বল পাই
তাইতো আমি সারাজীবন তোমার আদর চাই,
মাগো তুমি সবার সেরা তুলনা তোমার নাই
তোমার মত এমন মা কোথায় বল পাই।
নামাজ
তোমরা সবাই নামাজ পর
নামাজ পর পাঁচ ওয়াক্ত
খোদার পথের হও তোমরা ভক্ত
খোদার পথের জিহাদ কর
তোমরা সবাই নামাজ পর
নামাজই হবে বেহেস্তে যাবার চাবি
জান্নাতে যাওয়ার পথ দিশারি
নামাজেই পুলিসরাত পার হবি
নামাজেই পাবি খোদার পথ
সবাই মিলে নামাজ পর।
Tuesday, January 27, 2009
First time I went to a Far Place & Enjoyed Freely
Monday, January 26, 2009
আমার ইচ্ছা
আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে
মাটির ঘরে সেথায় থাকে ছোট্র রাখাল ছেলে
তার একটি গাভী আছে রং টি হল লাল
গাভীটি যে শুধু খায় কাচাঁ মরিচেঁর ঝাল।
সেথায় থাকে একটি বুড়ি সাদা শাড়ি পরে।
আমার যেতে ইচ্ছা করে নীল সাগরের তীরে
সেথায় নাকি বসত করে মত্স রাজার মেয়ে।
আমার যেতে ইচ্ছা করে আকাশটির ওই পারে
পাখির সাথেই পাখি হয়ে উড়রো নীলান্তরে
সেইখানেই বাধতাম বাসা বাবুই পাখির মত
বাবুই হয়েই গাইতাম গান ময়না পাখির মত।